ভুনা খিচুড়ি: উপকরণ: (১)পোলাওয়ের চাল ২ কাপ। (২)মুগ ডাল ১ কাপ। (৩)পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ। (৪)আদা মিহি কুচি ২ চা-চামচ। (৫)কাঁচা মরিচ ৮-১০টি। (৬)দারুচিনি ২ টুকরা। (৭)এলাচি ২ টি (৮)লবঙ্গ ৪টি। (৯)তেজপাতা ২টি। (১০)ঘি ৩ টেবিল চামচ। (১১)তেল ৪ টেবিল চামচ। (১২)লবন পরিমাণ মতো। (১৩)চিনি আধা চা-চামচ। ও (১৪)পেঁয়াজ বেরেস্তা ৪ টেবিল চামচ প্রণালি:চাল,ডাল ধুয়ে পানি ঝারাতে হবে।ঘি,তেল একসঙ্গে গরম করে নিন। এবার আদা,পেঁয়াজ ভেজে গরম মসলা, তেজপাতা,চাল-ডাল দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে লবণ ও গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে।ফুটে উঠলে মাঝারি আঁচে রান্না করতে হবে।খিচুড়ির পানি কমে গেলে বেরেস্তা, চিনি,কাঁচা মরিচ দিয়ে ২০/২৫ মিনিট দমে রাখুন। ধন্যবাদ সবাইকে। http://youtube.com/channel/UCUFf41GU0_eRKZo_qcXCoiA/subscriber http://youtube.com/channel/UCUFf41GU0_eRKZo_qcXCoiA/videos http://surahanews.blogspot.com http://suraharecipes.blogspot.com http://surahahealthcare.blogspot.com http://surahabollywoodnews.blogspot.com http://surahahollywoodnews.blogspot.com